অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আরো এক বছর পশ্চিমবঙ্গে তামাক-নিকোটিনযুক্ত গুটখা ও পানমশলার উপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। গত ৭ ই নভেম্বর জারি হওয়া এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী এক বছর রাজ্যের সর্বত্র তামাক এবং নিকোটিন মেশানো গুটখা বা পানমশলার উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকবে।

২০০৬ সালের ফুড সেফ্টি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। আইনের ৩০ নম্বর ধারায় বলা রয়েছে, প্রতি বছর রাজ্যের ফুড সেফ্টি কমিশনার জনস্বাস্থ্য রক্ষার্থে এই বিজ্ঞপ্তি জারি করবেন। আর ওই বিধি মেনেই প্রতি বছর নভেম্বর মাসে এই নিষেধাজ্ঞা নবীকরণ করা হয়। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, তামাক এবং নিকোটিন মেশানো গুটখা ও পানমশলার ব্যবহার জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলি মুখগহ্বর, গলা এবং ফুসফুসের ক্যানসার সহ নানা গুরুতর অসুস্থতার অন্যতম প্রধান কারণ। তাই এই ধরণের পণ্য রাজ্যে নিষিদ্ধ থাকছে।

এই নিষেধাজ্ঞা অমান্য করলে সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে খাদ্য নিরাপত্তা কর্তারা নজরদারী শুরু করেছেন। বাজারে নিষিদ্ধ পণ্য বিক্রি অথবা মজুতের খবর পেলে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, “জনস্বাস্থ্যের স্বার্থে এই পদক্ষেপ অব্যাহত থাকবে ও সচেতনতার মাধ্যমে তামাকজাত দ্রব্যের ব্যবহার আরো কমানোই মূল লক্ষ্য।”
Sponsored Ads
Display Your Ads Here









