নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ পঞ্চায়েত নির্বাচনের আগে এবার কোচবিহারের তুফানগঞ্জের বালাভূত এলাকায় দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিপিএমে যোগ দিলেন তৃণমূল নেতা সহ ৪০০ জন কর্মী সমর্থক।
গতকাল এলাকায় সিপিএমের এক কর্মীসভায় প্রাক্তন তৃণমূল নেতা তথা স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য মিজানুর রহমান সহ প্রায় ৪০০ জন তৃণমূল কর্মী যোগদান করেন। মিজানুরের দাবী, ‘‘আগামী পঞ্চায়েত নির্বাচনে বালাভূত গ্রাম পঞ্চায়েতের ১৬ টি বুথে সিপিএম প্রার্থীরা জয়লাভ করবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু তৃণমূলের দাবী, ‘‘চার মাস আগে মিজানুরকে বিভিন্ন দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া সিপিএম নাটক করছে।’’ সম্প্রতি তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেওয়ার ছবি বার বার প্রকাশ্যে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিছু দিন আগে নদীয়ার তেহট্ট থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৩০০ জন তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন। এমনকি বীরভূমেও পাড়ুই থানার অন্তর্গত সাত্তর গ্রাম পঞ্চায়েতের হাটপুকুর ডাঙায় তৃণমূলের বুথ সভাপতি সহ ৬০০ জন সিপিএমে যোগদান করেন।
Sponsored Ads
Display Your Ads Here