নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির তরফ থেকে আয়োজিত বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন। কিন্তু এর আগেই তৃণমূল মহেশপুর বাজার এলাকায় বিজেপির বিরুদ্ধে দলের পতাকা ছেঁড়া ও কর্মীদের মারধর করার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেছে।
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি স্বদেশ দাস জানান, “বিজেপি বিনা প্ররোচনায় তৃণমূলের কর্মী-সমর্থকদের মারধর করছে। দলের পতাকা ছিঁড়ে দিচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই পথ অবরোধ।” তবে বিজেপি এই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রণয় পাল এই প্রসঙ্গে বলেন, “তৃণমূলের পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে। নিজেদের অস্তিত্ব বজায় রাখতে বিজেপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে।” প্রসঙ্গত, ২০০৭ সালে নন্দীগ্রামের এই এলাকা থেকে জমি আন্দোলনের সময় খবর এসেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আর ১৪ ই মার্চের গুলি চালনার ঘটনায় এই এলাকা থেকেই সব চেয়ে বেশী অশান্তির খবর এসেছিল। এক সময় এই এলাকায় তৃণমূলের একচেটিয়া রাজনৈতিক প্রাধান্য থাকলেও গত বিধানসভা নির্বাচনে বিজেপি এই এলাকা থেকে প্রায় ৩ হাজার ভোটের লিড পেয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া ভোটপর্ব মেটার পরেও এই এলাকায় বহু বার তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতরের সাক্ষী থেকেছে নন্দীগ্রাম।