মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী এসেছে। এদিন থেকে এলাকায় এলাকায় রুট মার্চ শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ ই জানুয়ারী সন্দেশখালির নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অভিযান ও ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর থেকেই নানা ঘটনায় সন্দেশখালি উত্তপ্ত হয়েছে। গত বৃহস্পতিবার শাহজাহানের গ্রেফতারীর পর থেকে এলাকা আপাতত শান্ত। কিন্তু এখনো সেখানের এগারোটি জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। এবার কেন্দ্রীয় বাহিনী সেই সমস্ত জায়গায় পা রেখেছে। গতকাল গভীর রাতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালির বেড়মজুরের হাটখোলা এলাকায় আসে। আর এদিন সেখান থেকেই রুট মার্চ শুরু হয়। এরপর রামপুরবাজার হয়ে নৌকা করে নদী পেরিয়ে জেলিয়াখালি দ্বীপের বিভিন্ন এলাকায় রুট মার্চ করে।
রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার দিনেই কেন্দ্রীয় বাহিনী একাধিক জায়গায় রুট মার্চ শুরু করেছে। গতকাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উত্তর থেকে দক্ষিণের নানা জেলায় টহল দিতে দেখা গেছে। পুলিশও সাথে রয়েছে। ভোটারদের মনে আস্থা বৃদ্ধি করতেই এই রুট মার্চ চলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সুষ্ঠু ভোটের লক্ষ্যে নির্ঘণ্ট প্রকাশের আগেই আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে রাজ্যে একশো কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল। ওই বাহিনীর অধিকাংশই রাজ্যে পৌঁছে রুট মার্চ শুরু করেছে।
ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার শহরে পৌঁছে গিয়েছেন। এছাড়া সাত কোম্পানী বাহিনীর জওয়ানেরা কলকাতায় পৌঁছে গিয়েছে। পাশাপাশি জঙ্গলমহল, বীরভূমের সিউড়ি, খয়রাশোল, হাবড়া সহ উত্তর চব্বিশ পরগনার কয়েকটি জায়গা এবং দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের কয়েকটি গ্রামে পৌঁছে রুট মার্চ করছে। আর আগামী ৭ ই মার্চ রাজ্যে আরো পঞ্চাশ কোম্পানী বাহিনী আসবে।