রায়া দাসঃ কলকাতাঃ বুধবার রাতেরবেলা উত্তর চব্বিশ পরগণার দমদমের নাগেরবাজারের নয়াপট্টি জলের ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় একটি বাগানবাড়ি থেকে এক বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কল্যাণ ভট্টাচার্য। বয়স ৭২ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কল্যাণবাবুকে বাড়ির বাইরে দেখা যায়নি। বাগানবাড়ির মূল ফটকটি খোলা ছিল। সেখান থেকে বাড়ি বেশ কিছুটা ভিতরে। কিন্তু সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা আত্মীয়দের খবর দেন। আত্মীয়রা বৃদ্ধকে ফোন করেও পাননি। এরপর নাগেরবাজার থানার পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাড়িতে প্রবেশ করতে গিয়ে দেখেন, বাড়ির দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল। আর ভিতর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর তালা খুলে ঘরের ভিতরে গিয়ে দেখা যায়, কল্যাণবাবুর দেহ মেঝেতে পচাগলা অবস্থায় পড়ে রয়েছে। মাথায় ক্ষতচিহ্নও আছে। তারপর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে কিভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট ভাবে জানা যাবে। এদিকে পোষ্য কুকুর ও গাড়িরও খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন, কিছুদিন আগে গাড়ি চালানোর জন্য এক জন ব্যক্তিকে রাখা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আপাতত ওই ব্যক্তির বিষয়ে জানার চেষ্টা চলছে। আর কল্যাণবাবুর মৃত্যু সহ পোষ্য কুকুর এবং গাড়ির খোঁজ না পাওয়ায় আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুন ও চুরির মামলা রুজু করে গোটা বিষয়টি জানতে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এই খুন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গতকাল ব্যারাকপুর কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
Sponsored Ads
Display Your Ads Here