নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আসানসোলের বারাবনি থানার অন্তর্গত গৌরান্ডী কাশিডাঙার পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার ১ যুবকের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উদ্ধাররত যুবক কাশিডাঙার বাসিন্দা সুবেশ কিস্কু।
জানা যায়, গত রবিবার থেকে সুবেশ নিখোঁজ। চারপাশে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। এরপর এদিন ওই খাদান থেকে পচা গন্ধ বেরোতে শুরু করলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে খাদানের ভিতরে ঢুকে ওই পচাগলা দেহ উদ্ধার করেন। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার আদিবাসী সমাজ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন।
এর জেরে পুলিশকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হয়। এমনকি শেষমেশ আদিবাসী নেতৃত্বের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেওয়া হলে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
তারপর মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা যাবে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আগেই সুবেশের মৃত্যু হয়েছিল। কিন্তু খুন করে হত্যা করা হয়েছে কিনা তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।