নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ ২৬ শে এপ্রিল সোমবার রাজ্যজুড়ে ৩৬ টি আসনে সপ্তম দফার ভোট চলছে। কিন্তু এবার ভোটের চার দিন আগে বীরভূমের নানুরে বিস্ফোরণের ফলে একটি শৌচাগারের ছাদ উড়ে গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী গেছে, গ্রামবাসীরা অভিযোগ করেছে যে নানুর বিধানসভা কেন্দ্রের কীর্ণাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাফেরপুর গ্রামের একটি শৌচালয় ঘরের মধ্যেই বোমা মজুত ছিল। আর আজ সকাল ন’টা নাগাদ আচমকাই গ্রামবাসীরা একটি বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসে দেখেন এলাকারই একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের ফলে ওই বাড়িটির শৌচালয়ের ছাদটি উড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িটির মালিকের নাম লাল্টু শেখ। আগে লাল্টু শেখ ওই বাড়িতে থাকতেন কিন্তু এখন আর সেখানে থাকেন না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হলে তারা এসেই বাকি বোমাগুলি উদ্ধার করে সেগুলিকে নিষ্ক্রিয় করে। পুলিশ ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Hereএছাড়া এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়। স্থানীয় বিজেপির অভিযোগ, পরিত্যক্ত ঘরে তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মজুতের কাজ করছিল তা থেকেই বিস্ফোরণ হয়েছে।
যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছেন। তৃণমূলের দাবী ভোটের আগে বিজেপি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে।