নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের কান্দির ‘ছায়াপথ’ সিনেমা হলে সিনেমার শো চলাকালীন প্রেক্ষাগৃহের ছাদ ভেঙে আহত হয়েছেন অন্তত ৫ জন দর্শক।
উল্লেখ্য, শাহরুখ খান ও দিপীকা পাডুকোন অভিনীত ‘পাঠান’ ছবির মুক্তির পর থেকেই প্রতিটি প্রেক্ষাগৃহে ভিড় হচ্ছে। আর সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবসের ছুটি থাকায় ওই প্রেক্ষাগৃহেও তুলনামূলক বেশী ভিড় ছিল। কিন্তু শো চলাকালীন ‘বেশরম রং’ গানের সময় দীর্ঘদিনের পুরনো ওই প্রেক্ষাগৃহের ছাদ ভেঙে পড়ে মুহূর্তের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়।
এরপর দ্রুত আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দর্শকরা এই ঘটনায় প্রেক্ষাগৃহের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন। ভাঙাচোরা বিল্ডিংয়ে সিনেমা প্রদর্শন চলছে কেন তা নিয়েও প্রশ্ন তোলার পাশাপাশি পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তবে প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ দর্শকদের উপরে দায় চাপিয়ে জানান, ‘‘অতিরিক্ত দর্শকের চাপে ও অত্যন্ত নাচানাচির কারণেই প্রেক্ষাগৃহের ব্যালকনি ভেঙে পড়েছে। প্রেক্ষাগৃহের অবস্থা মোটেই ভেঙে পড়ার মতো ছিল না।’’
কান্দির বিধায়ক অপূর্ব সরকার এই প্রসঙ্গে বলেন, ‘‘দীর্ঘদিনের পুরনো বিল্ডিং বলেই এই ঘটনা। খুবই দুঃখজনক ব্যাপার। পুরসভার তরফে পদক্ষেপ করা হয়েছে। আগামীদিনে যাতে এই রকম ঘটনা না ঘটে, তাই পুরসভা এবং সাধারণ মানুষ সবাইকে সজাগ থাকতে হবে।’’