নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ এবার পুরুলিয়ার নেতুড়িয়া পারবেলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ছাদের চাঙড় খসে যাওয়ার ঘটনা ঘটলো। তবে ছাত্র-ছাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছে। এই ঘটনায় অভিভাবকরা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৫ বছরে ওই বিদ্যালয়ের কোনো উন্নয়নের কাজ হয়নি। বিদ্যালয়ের যে অংশে এই চাঙড় খসে পড়েছে সেখানে বেহাল অবস্থা। প্রধানশিক্ষক ১৪ দিন আগে অবসর নিয়েছেন। অনেকের দাবী, ‘‘প্রাক্তন প্রধানশিক্ষকের সাথে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির সম্পর্ক ভালো না থাকায় উন্নয়নের কাজ থমকে ছিল।’’
Sponsored Ads
Display Your Ads Here
সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সত্যপ্রিয় গুরু জানান, “বিদ্যালয়ের দোতলায় মেয়েদের শৌচাগারের ছাদের চাঙড় ভেঙে পড়ে। এই ঘটনার জেরে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন। তাই অভিভাবকদের অনেকে সন্তানদের আর বিদ্যালয়ে পাঠাতে চাইছেন না। তবে এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনের সহযোগীতা প্রয়োজন।”
Sponsored Ads
Display Your Ads Here
এ নিয়ে নেতুড়িয়া ব্লকের বিডিও অজয় কুমার সামন্ত বলেন, ‘‘আমরা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ওই বিদ্যালয় পরিদর্শনে যাব। বিদ্যালয়ের ফান্ডে অর্থ রয়েছে। প্রয়োজনে বেহাল অংশটি আপাতত বন্ধ করে সেটির পুননির্মাণের ব্যবস্থা করা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here