নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ কথায় আছে, ‘অতি লোভে তাঁতি নষ্ট’- এবার বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটি ঘটনা এই কথাকেই আরো একবার মনে করিয়ে দিয়েছে। ঘটনাচক্রে এক দল ডাকাত গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে টাকা বার করতে গিয়ে ১৯ লক্ষ টাকা পুড়িয়ে ফেলেছে।

- Sponsored -
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এটিএমের ভিতরে ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকা মিলিয়ে মোট ছ’হাজার নোট ছিল। ১০০ টাকার নোট ২ হাজার ৯৬৫ টি ছিল, ২০০ টাকার নোট ১ হাজার ৯১১ টি ছিল এবং ৫০০ টাকার নোট ২ হাজার ৫৭৩ টি ছিল। অর্থাৎ সব মিলিয়ে এটিএমে ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা ছিল।

