নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের সাসারামে জেলা দায়রা আদালতের বিচারকের বাড়িতে ঢুকে এক দল ডাকাত নগদ ও গয়না মিলিয়ে তিন লক্ষাধিক টাকার জিনিস লুঠ করে বিচারকের স্ত্রী এবং মেয়েকে মারধরও করে সেখান থেকে চম্পট দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল তিন জনের একটি ডাকাত দল বিচারকের বাড়িতে আসে। তখন বিচারক মহেন্দ্র পাণ্ডে আদালতে ছিলেন। ডাকাতরা বিচারকের স্ত্রী গুঞ্জা কুমারীকে জানায়, “বিচারকের সাথে বৈঠক থাকায় দেখা করতে এসেছে।” কিন্তু গুঞ্জা দেবী জানান, “বিচারক বাড়িতে নেই।”
এরপর ডাকাতরা গুঞ্জার কাছে জল খেতে চাইলে তিনি জল আনতে গেলে ডাকাতরা ঘরের ভিতরে ঢুকে আগ্নেয়াস্ত্র বার করে গুঞ্জা দেবীকে হুমকি দিয়ে প্রথমে গয়না ছিনিয়ে নেয়। তারপর আলমারির চাবি নিয়ে সেখান থেকে গয়না সহ নগদ টাকা লুঠ করে।
ডাকাতরা লু্ঠপাট চালানোর সময় গুঞ্জা দেবী ও তার ছোটো মেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাদের মারধর করে বিচারকের বাড়ি থেকে পালিয়ে যায়। তবে পুলিশের তরফ থেকে শীঘ্রই ডাকাতদের গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে।