রায়া দাসঃ কলকাতাঃ আজ সকালে দক্ষিণ কলকাতার গুলশন কলোনীর একটি বহুতলে আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। মূলত, শীতকালে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশী থাকে।

জানা গেছে, এই বহুতলে অনেক মানুষের বসবাস। একটি ফ্ল্যাট থেকেই এই আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে এলাকাবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগালেও দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। মোট দশটি ইঞ্জিন এসে পৌঁছেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা একে একে বহুতলের ভেতরে থাকা বাসিন্দাদের বের করে আনছেন। কিন্তু আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে বহুতলের নীচে কারখানা রয়েছে। সেখানে রাসায়নিক পদার্থ ছিল বলে জানা যাচ্ছে। আর ভেতরে কোনো পকেট ফায়ার রয়েছে কিনা, তা দমকল কর্মীরা বোঝার চেষ্টা করছেন। পাশাপাশি অগ্নিসংযোগের মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে।










