নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া বন্যার ত্রাণ মালদার মানিকচক ব্লকের ভুতনীচরে লুট হয়ে যায়। ত্রাণ বিলি হওয়ার আগেই বৃষ্টির মধ্যে অনেকে লরিতে উঠে ত্রাণের জিনিস নিয়ে পালিয়ে যান। যারা ত্রাণ বিলি করার দায়িত্বে ছিলেন তারা সামালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
বেশ কিছু দিন ধরে গঙ্গার ভাঙনে মানিকচকের গোপালপুরে বিস্তীর্ণ এলাকা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। এদিন ফিরহাদ হাকিম ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জন্য ত্রাণ নিয়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে গিয়ে কেন্দ্রকে তোপ দেগে জানান, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রাণ নিয়ে এসেছেন। দুর্গতরা আরো সাহায্য পাবেন। কিন্তু কেন্দ্র তাদের দায়িত্ব পালন করেনি। এখানে বন্যাপরিস্থিতি ভয়াবহ। গঙ্গার ভাঙনে একটি দিক বিধ্বস্ত হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের অসহযোগীতা ও টানা বর্ষণে আমরা ভাঙন রোধের কাজ করতে পারিনি। টানা কয়েক দিনের বৃষ্টির জেরে গঙ্গায় হু হু করে জল বেড়েছে।
বন্যাকবলিত মানিকচক এবং ভুতনিচরবাসীর পাশে আমরা আছি।’’ পাশাপাশি ফিরহাদ হাকিমের ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে বলেন, ‘‘আমাদের সরকার আপনাদের সর্বত্র ভাবে সাহায্য করবে। আমি আজ ফিরহাদকে পাঠিয়েছি। তাছাড়া আপনাদের যেকোনো সমস্যার কথা জেলাশাসক এবং পুলিশ সুপারকে জানান।’’ এদিকে মেয়র ওই স্থান থেকে যাওয়ার প্রায় সাথে সাথে ত্রাণ নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে আবার ত্রাণ না পেয়ে শূন্য হাতেই বাড়ি ফিরে যান।