নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের কান্দি থানার আন্দুলিয়া গ্রামে রেশন ডিলারকে কুপিয়ে হত্যা করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত রেশন ডিলারের নাম নেপাল সাহা।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, নেপালবাবু মোটর বাইকে করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে কুপিয়ে খুন হলো। এরপর কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কান্দি থানার পুলিশ এই ঘটনাটির খবর পেয়ে হাসপাতালে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আর ইতিমধ্যে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
তবে পারিবারিক সূত্রে দাবী করা হয়েছে যে, “রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কারণেই এই খুন করা হয়েছে”। পাশাপাশি এই খুনের ঘটনায় এলাকার বরুণ ঘোষের নাম উঠে অাসায় পুলিশ পুরে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে শুরু করে দিয়েছে।