সংক্রমণের হার ১৩.১১% বৃদ্ধি পেয়ে আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লক্ষ

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। যেখানে বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন ছিল সেখানে একদিনের মধ্যে করোনা সংক্রমণের হার ১১ শতাংশ থেকে ১৩.১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

গত কয়েক দিন ধরেই দেশে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়াচ্ছে। মৃত্যুর সংখ্যা ৩৮০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত এক সপ্তাহ থেকে দেশের ২৯ টি রাজ্যের প্রায় ১২০ টি জেলায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশী। সেই সাথে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। 


গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে প্রথম স্থানে থাকা মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৭২৩ জন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার পার করেছে। আর তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১৫৫ জন। 


এরপরই চতুর্থ স্থানে থাকা কর্নাটকে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৩৯০ জন। পঞ্চম স্থানে থাকা তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯৩৪ জন। ষষ্ঠ স্থানে থাকা উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৩ হাজার ছাড়িয়ে গেছে। সপ্তম স্থানে থাকা কেরলে আক্রান্তের সংখ্যা ১২ হাজার। 


এর পাশাপাশি ওড়িশা, গুজরাত ও রাজস্থানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। গোয়া, অসম, বিহার, পঞ্জাব, ঝাড়খণ্ড, তেলঙ্গানা, হরিয়ানা, হিমাচল, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশেও আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। 

আর দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৪৮৮ জন। তবে গত দু’দফার তুলনায় হাসপাতালে ভর্তির সংখ্যা তুলনামূলক ভাবে কমে গেছে। 

 

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031