নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ পূর্ব বর্ধমানের তালিতে পিকআপ ভ্যানের ধাক্কায় লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ফলে বর্ধমান-আসানসোলের মধ্যে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়। এমনকি সিউড়ি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। এর জেরে সপ্তাহের প্রথম দিন যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।
জানা গেছে, একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান গুসকরা থেকে সিউড়ি রোড হয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। কিন্তু লেভেল ক্রসিং বন্ধ হওয়ার মুখে পিকআপ ভ্যানটি তাড়াতাড়ি পার হতে গিয়ে সোজা গেটে ধাক্কা মারে। ফলে গেটের একটি অংশ ভেঙে যায়। আর পিকআপ ভ্যানটিও একেবারে উল্টে পড়ে। এই দুর্ঘটনার কারণে দু’পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সিউড়ি রোডে যাত্রীবোঝাই সব বাস আটকে পড়ে। পাশাপাশি, হাওড়া-আসানসোল ও সাহেবগঞ্জ লুপ লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই প্রসঙ্গে জানান, ‘‘আটকে পড়া ট্রেনগুলির মধ্যে আপ হাওড়া-ভাগলপুর বন্দেভারত, ডাউন নিউদিল্লি-শিয়ালদহ রাজধানী, আপ শিয়ালদহ-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে। আর বেশ কিছু লোকাল ট্রেনও আটকে পড়ে। রেলপথ এবং সড়কপথ সাময়িক ভাবে স্তব্ধ হয়ে যায়।’’ তবে প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার ট্রেন চলাচল শুরু হয়। যদিও গেট মেরামতির কাজ পুরোপুরি না হওয়ায় ওই অংশে ট্রেন ধীরে চলাচল করছে।
Sponsored Ads
Display Your Ads Here