মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তারক্ষীদের মারে ১ জন যুবকের মৃত্যু হয়েছে। আর অনেকে আহত হয়েছে। মৃতের নাম কৃশানু চট্টোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, কৃশানু বন্ধুর তিন বছর বয়সী মেয়ের জন্মদিন উপলক্ষ্যে সেখানে গিয়েছিল। অনুষ্ঠানের পর রাইফেল কারখানার পার্কে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। কিন্তু ওই পার্কটি সুরক্ষিত এলাকা। ফলে তখনই আচমকা রাইফেল কারখানার নিরাপত্তারক্ষীরা বেরিয়ে এসে সকলকে মারধর করে। এর জেরে কৃশানুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর নিরাপত্তারক্ষীরাই আহতদের ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যান। কৃশানুর বাবা কাজল চট্টোপাধ্যায় এই ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্তদের শাস্তির দাবী জানিয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here