নিজস্ব সংবাদদাতাঃ নরেন্দ্র মোদীঃ ৫০০ বছর পর আজ ঘরে ফিরলেন রামলালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর নরেন্দ্র মোদী আরতি করলেন। আর আরতি শেষে রামলালার মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন।
আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর তিনি উপবাস ভাঙলেন৷ পুজো অর্চনা শেষে ট্রাস্টের সদস্য গোবিন্দদাস গিরি মহারাজ নরেন্দ্র মোদীকে গ্লাস থেকে চামচে করে চরণামৃত খাইয়ে দিচ্ছেন। রাম মন্দিরের পুরোহিত রামের চরণামৃত খাইয়েই প্রধানমন্ত্রীর ব্রত ভঙ্গ করলেন। মন্দির উদ্বোধনের পরে নরেন্দ্র মোদীর হাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামমন্দিরের রেপ্লিকা তুলে দেন।
Sponsored Ads
Display Your Ads Hereপাশাপাশি বলিউড থেকে আসা সমস্ত তারকা সহ বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎও করেন।