চয়ন রায়ঃ কলকাতাঃ আগামীকাল সেনাবাহিনীর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে পৌঁছালেন। এদিন মণিপুর থেকে সোজা কলকাতায় এসেছেন। আর নরেন্দ্র মোদীর আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পৌঁছেছেন। সেনাবাহিনীর সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সেখানে তিন বাহিনীর পদস্থ অফিসাররা সহ তিন বাহিনীর প্রধান সহ সিডিএস অনিল চৌহান উপস্থিত থাকবেন।
জানা গিয়েছে, আজ প্রধানমন্ত্রী রাজভবনে থাকবেন। তাই নরেন্দ্র মোদী আসার আগেই রাজভবনে এসপিজি মোতায়েন করা হয়েছে। প্রতিটি গেটে চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের অফিসাররা গোটা চত্বর পরিদর্শন করেছেন। সোমবার সকালবেলা ৯টা ৩০ মিনিটে ফোর্ট উইলিয়ামের বৈঠক শুরু হবে। এই সম্মেলনে মন্ত্রী এবং অফিসাররা মূলত সংস্কার ও রূপান্তরের বিষয়ে কথা বলবেন।
সেনাবাহিনীতে প্রযুক্তি সংক্রান্ত যে পরিবর্তন এসেছে, সেটা আগামীদিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে, সেই বিষয়েও কথা হবে। নরেন্দ্র মোদী এক এক করে প্রত্যেকের সাথে কথা বলবেন। এদিকে, প্রধানমন্ত্রী আসার কারণে পুলিশের তরফে আর আর অ্যাভিনিউ, হাসপাতাল রোড, এজেসি বোস রোড, খিদিরপুর রোড এবং রেড রোড এড়িয়ে চলার কথা বলা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি নরেন্দ্র মোদী মেট্রোর নতুন রুটের উদ্বোধনে কলকাতায় এসেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here