অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ১ লা জানুয়ারী থেকে হোটেল, রেস্তরাঁয় ব্যবহারের গ্যাস সিলিন্ডারের দাম ১৬ টাকা করে কমছে। অগস্ট মাস থেকে টানা বৃদ্ধি পাচ্ছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পাঁচ মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি পেতে চলেছেন রেস্তরাঁ এবং হোটেলের মালিকেরা।
ডিসেম্বরে কলকাতায় রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডার দাম ছিল ১৯২৭ টাকা। আগামিকাল, নতুন বছরের শুরুতে তা কমে হচ্ছে ১৯১১ টাকা। জুলাই মাসে শেষ বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। ঘটনাচক্রে, ওই মাসেই নরেন্দ্র মোদীর তৃতীয় সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করে। বাজেট পেশের পর থেকে টানা বৃদ্ধি পেতে থাকছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এ বার নতুন বছরের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় কিছুটা স্বস্তি পাচ্ছেন ব্যবসায়ীরা।
Sponsored Ads
Display Your Ads Here
১৯ কেজির গ্যাস সিলিন্ডারগুলিকে বাণিজ্যিক সিলিন্ডার বলা হয়। এগুলি মূলত রেস্তরাঁ, হোটেল কিংবা অন্য কোনও ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হয়। গৃহস্থের ব্যবহারের জন্য রয়েছে ১৪.২ কেজির সিলিন্ডার। সেগুলির দাম অপরিবর্তিতই থাকছে। জানুয়ারি মাসেও গৃহস্থকে বাড়িতে রান্নার জন্য ৮২৯ টাকায় কিনতে হবে গ্যাসের সিলিন্ডার।
Sponsored Ads
Display Your Ads Here
প্রতি মাসে গ্যাস সিলিন্ডার দামের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। কলকাতার ক্ষেত্রে গৃহস্থের ব্যবহারের গ্যাস সিলিন্ডারের দাম শেষ বার কমেছিল গত মার্চ মাসে। লোকসভা ভোটের মুখে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছিল। তার পর থেকে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়ে গিয়েছে। দাম বৃদ্ধিও পায়নি, সস্তাও হয়নি। এ বার নতুন বছরেও অপরিবর্তিত থাকল গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম।
Sponsored Ads
Display Your Ads Here