ব্যুরো নিউজঃ শ্রীলঙ্কাঃ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারী বাসভবন ঘিরে ফেলে ব্যারিকেড ভেঙে গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদে ঢুকে পড়েছে। তবে তার আগেই প্রেসিডেন্টেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, শ্রীলঙ্কায় ক্রমাগত ভঙ্গুর অর্থনীতি ও তীব্র জ্বালানি সংকটের মধ্যে সরকারের বিরুদ্ধে জনরোষ বৃদ্ধি পাচ্ছিল। সপ্তাহখানেক থেকে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়। এছাড়া নিত্যপণ্যের বাড়তি দামের জেরে দেশের সাধারণ মানুষ জর্জরিত হয়ে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে আজ সমস্ত মানুষ গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের দিকে যেতে যেতে তাঁর পদত্যাগের দাবী তুলে শ্লোগান দিচ্ছিলেন। এমনকি দ্রুত অর্থনৈতিক সংকটের লাগাম টানার দাবী জানান। এদিকে বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়েন এবং ফাঁকায় গুলিবর্ষণ করেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু তাতেও আটকানো সম্ভব হয়নি। আর শেষমেশ বিক্ষোভকারীরা গোতাবায়া রাজাপক্ষের বাসভবনে ঢুকে পড়েন। তবে প্রেসিডেন্টকে নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছিল। যদিও গতকাল থেকেই সরকার এই উত্তাল বিক্ষোভ আটকানোর জন্যই কলম্বোয় কারফিউ জারি করেছিল।
Sponsored Ads
Display Your Ads Here