চয়ন রায়ঃ কলকাতাঃ প্রতিবছরের ন্যায় আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১ লা জানুয়ারী থেকে ৫ ই জানুয়ারী অবধি ‘নলেজ সিটি’ -তে ‘পৌষ মেলার’ আয়োজন হতে চলেছে। ‘নলেজ সিটি’ -র কর্ণধার আবদুর রব মহাশয়ের উদ্যোগে এই পৌষ উৎসব পালিত হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি-শিল্পীদের সমাগমে এই উৎসব রাঙায়িত হয়ে ওঠে। পাশাপাশি পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে।
শান্তিনিকেতনের আদলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান শুধুমাত্র সাংস্কৃতিক চর্চার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এর পাশাপাশি আবদুর রব মহাশয়ের একান্ত প্রচেষ্টার মাধ্যমে এই সুবিশাল ক্যাম্পাসের মধ্যে নার্সিং কলেজ সহ ১৯০ বেডের হাসপাতালও গড়ে উঠেছে। যা সামনের বছরই ৫০০ বেডে রূপান্তরিত হতে চলেছে। এছাড়া আগামী দিনে মেডিকেল কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় তৈরীরও পরিকল্পনা রয়েছে।