করোনা কাঁটায় বিদ্ধ মৃৎ শিল্পীরা বায়না হয়নি কোনো প্রতিমার
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ দেশ জুড়ে করোনা বিধি লাগু হওয়ার ফলে একের পর এক শিল্প বন্ধ হয়েছে। আগের বার লকডাউনে সমস্ত শিল্প থেকে শুরু করে সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে। আর করোনার প্রকোপে রাজ্যের বিভিন্ন পুজো অনুষ্ঠানও বন্ধ ছিল। তাই দুর্গা পুজাতেও করোনার বিধিনিষেধ বাধা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি হাইকোর্ট অবধি জল গড়িয়েছিল ফলে অনেক বিধিনিষেধ মেনে দুর্গা পুজা থেকে শুরু করে সমস্ত পুজা করতে হয়েছে। আর তাতেই ভাটা পরেছে মৃৎ শিল্পে।
আর মাত্র কয়েকমাস বাকি পুজোর। কিন্তু এখনো কোনো মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরীর বরাদ পায়নি। নবদ্বীপের একাধিক জায়গায় এখনো দুর্গা প্রতিমার দেখা নেই। মৃৎ শিল্পীরা আশায় দিন গুনছেন যে, যেদিন করোনার প্রকোপ শেষ হবে সেদিন হয়তো আবার মৃৎ শিল্পীরা লাভ দেখবে।
নবদ্বীপের একজন মৃৎ শিল্পীর দাবী, “অনেক আশা নিয়ে তিনি প্রতিমা তৈরী করার যাবতীয় সরজ্ঞাম কিনেছেন তবে এখনো যদি এই রকম লকডাউন পরিস্থিতি থাকে তাহলে আবার হয়তো লোকসানে পড়তে হবে”।
শিল্পীদের একাংশের দাবী, “সরকার এই মৃৎ শিল্পীদের দিকে কোনো রকম ভাবে তাকায় না কিংবা কোনো রকম সাহায্য করে না। তাদের সরকারের কাছে একান্ত আবেদন যে সরকার যেন তাদের প্রতি একটু সহৃদয় হন”।