নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের সিউড়ি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের আবদারপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরী হয়। কিন্তু এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন এলাকাবাসীরা ওই বিদ্যালয়ের কাছের রাস্তায় দু’টি তাজা বোমা পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলেও পুলিশের তরফে বম্ব স্কোয়াডের কোনো সদস্যকে আনা হয়নি। পুলিশ কর্মীরা নিজেরাও ঝুঁকিপূর্ণ কাজ করতে চায়নি। বরং স্থানীয়দের দিয়ে বোমা উদ্ধারের কাজ করায়। ফলে এলাকাবাসীরাও কোনোরকম সাবধানতা অবলম্বন না করেই ওই বোমা দু’টি জল ভর্তি বালতিতে রাখেন। এই নিয়ে একমাসের মধ্যে এলাকায় দ্বিতীয়বার বোমা উদ্ধার হয়েছে।

বার বার এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীদের কথায়, “বোমা উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয় শুরু হওয়ার কথা। পড়ুয়ারা বিদ্যালয় আসার আগে বোমা দু’টি উদ্ধার না করা গেলে সমস্যা হতে পারত। পাশাপাশি, এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে। পুলিশ বম্ব স্কোয়াডের সদস্যদের না নিয়ে এসে এলাকাবাসীদের দিয়ে বোমা উদ্ধার করাতে পারে কিভাবে? তা নিয়ে সকলেই হতবাক। বীরভূমের জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, “গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here









