পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার পিয়ালির মোল্লাখালি পাড়ায় প্রায় এক বিঘা জমির উপর একটি বেআইনী বাজি কারখানার খোঁজ পাওয়া গিয়েছে। আর ঘটনাস্থল থেকে নানা ধরণের বারুদ, কেমিক্যাল সহ চকলেট বোমা তৈরীর নানা সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই কারখানার কোনো লাইসেন্স না থাকলেও ল্যাবরেটরি বানিয়ে বাজি তৈরী হচ্ছিল।
গোপন সূত্রের ভিত্তিতে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক ও ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায়। আর ঘটনাস্থল থেকেই ন’জনকে আটক করে। পাশাপাশি পুলিশ ধৃতদের বাজি তৈরীর কারখানার বিষয়ে খতিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া এখানে বিশেষ কোনো বিস্ফোরক তৈরীর চেষ্টা চলছিল কিনা তাও খতিয়ে দেখছে। আর প্রাথমিক তদন্তে জানতে পারা গেছে, মাত্র সাত দিন আগেই এই কারখানা এবং ল্যাবরেটরি চালু হয়েছে। অন্যদিকে, পুলিশ ল্যাবরেটরির বিষয়ে বিশেষজ্ঞদের কাছে নমুনা পাঠানো হবে বলে জানিয়েছে।