মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার কামারহাটি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া এলাকায় প্রিয়নাথ গুহ রোডে উদ্ধার হলো একই পরিবারের ৩ জনের দেহ। মৃতরা হলো সজল চৌধুরী, ৪৬ বছর বয়সী বিমল চৌধুরী ও ৫০ বছর বয়সী রাণু চৌধুরী। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সজলবাবুর দেহ এলাকার একটি পুকুরে ভাসতে দেখে পুলিশের কাছে খবর দেওয়া হয়। এরপর কামারহাটির বেলঘরিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেখান থেকে তার বাড়িতে গিয়ে দেখেন বিমলবাবু এবং রাণু দেবীর দেহ পড়ে রয়েছে। এই বাড়িতে তিন জন ভাই-বোন একসাথেই থাকতেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তবে অনুমান করা হচ্ছে যে, সজলবাবু ভাই বিমলবাবু ও অসুস্থ দিদি রাণু দেবীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।