মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার পূর্ব বেলঘরিয়ার সেকেন্ড লেনে একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুই জন ব্যক্তির পচাগলা দেহ। মৃতরা হলো ৬৩ বছর বয়সী ধীরেন্দ্রকুমার দে ও তার দাদা বীরেন্দ্রকুমার দে। বয়স ৬৬ বছর। বীরেন্দ্রকুমারবাবু বিদ্যুৎ দপ্তরের এক জন অবসরপ্রাপ্ত কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক দিন থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বীরেন্দ্রকুমারবাবুর দেহ উদ্ধার করতে গিয়ে পুরো বাড়িটি তল্লাশি চালান। ওই সময় পাশের ঘর থেকে আরো একটি কঙ্কালও উদ্ধার হয়।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, সেটি ধীরেন্দ্রকুমারবাবুর দেহ। সম্ভবত পাঁচ থেকে ছয় মাস আগেই তার মৃত্যু হয়। এতদিন ধরে দাদা মৃতদেহ আগলে রেখেছিলেন। অন্যদিকে বীরেন্দ্রবাবুরা চার ভাই। দুই ভাইয়ের আগেই মৃত্যু হয়েছে। আর বোনের বিয়ে হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন আর বীরেন্দ্রকুমারবাবুর মৃতদেহ এবং ধীরেন্দ্রকুমারবাবুর কঙ্কালটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকাবাসীদের কাছে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here