Indian Prime Time
True News only ....

জনতাকে ‘আপনি’ বলে সম্বোধনের নির্দেশ দিলেন পুলিশ কমিশনার

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ থানায় অভিযোগ করতে গেলে অনেক সময় পুলিশকর্মী বা ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে অভিযোগকারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। আবার অনেক সময় তুই বা তুমি বলেও ডাকা হয়। কিন্তু এবার থেকে সেই সম্বোধনে দাঁড়ি পড়তে চলেছে। আগ্রার পুলিশ কমিশনার জেলার সব থানাকে ‘আপনি’ বলে সম্বোধন করার নির্দেশ দিলেন।

পুলিশ সূত্রে খবর, আমজনতার সাথে পুলিশের দূরত্ব দূর করতে এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার জে রবীন্দ্র গৌড়ের উদ্যোগে পুলিশকর্মীদের আচরণের উন্নতিতে একটি সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। আর সেই উদ্যোগে আগ্রার সব থানাকেই সামিল করা হয়েছে। আমজনতার সাথে কোনো পুলিশকর্মী যাতে দুর্ব্যবহার না করেন, সেই বিষয়টি নজর রাখা হবে। এমনকি আমজনতা বা অভিযোগকারীদের সাথে কোনোভাবেই তুই বা তুমি সম্বোধনে কথা বলা যাবে না।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আবার কেউ যদি কোনো অভিযোগ জানাতে থানায় ফোন করেন, কথার শুরুতে ওই ব্যক্তিকে ‘নমস্কার’ জানাতে হবে। পাশাপাশি থানায় কেউ অভিযোগ করতে এলে প্রথমে তাকে বসিয়ে চা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এরপর তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে হবে। মূলত, পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের আচরণ শোধরাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে, পুলিশ অফিসার এবং পুলিশকর্মীরা এই নির্দেশ মানছেন কি না, তা নজরদারীর জন্য প্রত্যেক থানায় সিসিটিভি বসানো হবে। যারা এই নির্দেশ মানবেন না, তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored