নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের পাথরহেড়হেরিয়া গ্রামে বেআইনী বালি ও পাথর পাচার রুখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লো পুলিশ।
এদিন পুলিশের গাড়ি গ্রামের চেঙা নদীর চরে বালি বোঝাই একটি ট্রাক্টরের পিছু নেয়। তখন আচমকা এক ব্যক্তি পুলিশের গাড়িটির সামনে এসে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। এরপরেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় ঘোষপুকুর ফাঁড়ি এলাকায় এলাকার কিছু বালি মাফিয়া পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘোষপুকুর ফাড়ি এবং ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে র্যাফ নামিয়ে দেন। তারপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় থমথমে হয়ে আছে।