ব্যুরো নিউজঃ জাপানঃ আজ জাপানের টোকিয়ো-হানেডা বিমানবন্দরে রানওয়েতে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সাথে যাত্রীবাহী বিমানের ধাক্কায় আগুন জ্বলে যায় যাত্রীবাহী বিমানটিতে। ইতিমধ্যে ৩৬৭ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আর উপকূলরক্ষী বাহিনীর বিমানে ছ’জন ছিলেন। এক জনকে উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচ জনের খোঁজ মেলেনি।
সূত্রের খবর, রানওয়েতে জাপান এয়ারলাইনসের যাত্রীবাহী বিমানটি অবতরণ করার সময় এয়ারবাস এ৩৫০ বিমানটির গতি খুব বেশী ছিল। ফলে ধাক্কা লেগে যাত্রীবাহী বিমানটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। আর বিমানের জানলার কাচ ভেঙে ধোঁয়া ও আগুনের ফুলকি বেরিয়ে আসে। ইতিমধ্যে এই ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here