ব্যুরো নিউজঃ গতকাল ওহায়োরে জন গ্লেন কলম্বিয়াস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দ্য আমেরিকান এয়ারলাইন ১৯৫৮ এর বোয়িং ৭৩৭ বিমান যাত্রীদের নিয়ে ফিনিক্সের উদ্দেশ্যে আকাশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে। তাই বিপদ এড়াতে প্রায় সঙ্গে সঙ্গেই বিমান জরুরী অবতরণ করল। এই ঘটনায় পাইলটের যথাসময় নেওয়া সিদ্ধান্তে বহু যাত্রী প্রাণে বেঁচে গেলেও বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রের খবর, বিমানটি বিমানবন্দর থেকে সবে ওহায়োর আপার অ্যারিংটনের আকাশে ওড়ে। এরপরই মাটি থেকে বিমানটিতে আগুন জ্বলতে দেখা যায়। নীচে থাকা প্রত্যক্ষদর্শীরা বিমানের ডানার নীচের ইঞ্জিনের জায়গা থেকে আগুনের গোলা ছিটকে বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে বিমান দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। আবার অনেকে পুলিশকেও খবর দেন।
এছাড়া অনেকে এই ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করেন। ফলে এই ঘটনার একটি ভিডিয়োও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। বিমানটি অবতরণের সাথে সাথে বিমানবন্দর কর্মীরা আগুন নেভানোর জন্য যথোপযুক্ত ব্যবস্থা করেন। পাশাপাশি যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।