নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়া ময়দান সংলগ্ন মহাত্মা গান্ধী রোডে হাওড়া ট্র্যাফিক গার্ডের অফিসের সামনে আচমকা একটি বেপরোয়া স্কুলবাস পিছন থেকে এসে একটি বাইকে ধাক্কা মারে। এরপর দেখা যায়, ছেলে চলন্ত স্কুলবাসটির দরজার হ্যান্ডল ধরে কোনোভাবে ঝুলে রয়েছে। আর বাবা বাসের নীচে ঢুকে গিয়েছেন। কিন্তু তারপরেও বাসটি ওই প্রৌঢ়কে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে স্কুলবাসে থাকা পড়ুয়ারা আতঙ্কে চিৎকার করতে শুরু করেছে।



এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, মহাত্মা গান্ধী রোডের এক দোকানি দেবব্রত চক্রবর্তী বলেন, ‘‘স্কুলবাসটির চাকা ঠিক নেই। অতগুলো বাচ্চাকে ওই ভাঙাচোরা বাসে করে নিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক আরোহীকে যে ভাবে বাসটি হিঁচড়ে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল, তা দেখে আমরা শিউরে উঠেছি।’’ হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘স্কুলবাসটি কী করে এখনও স্কুলে চলছিল, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বাসটির সমস্ত কাগজপত্র পরীক্ষা করা হবে। পড়ুয়াদের জীবন যেখানে জড়িত, সেখানে কোনও রেয়াত করা হবে না।’’
Sponsored Ads
Display Your Ads Here