অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবার কলকাতায় পারদপতন। এক ধাক্কায় প্রায় দুই ডিগ্রী তাপমাত্রা কমেছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রী সেলসিয়াস ছিল। কিন্তু আজ তা কমে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রী সেলসিয়াস হয়েছে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কম। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ এই মরসুমের শীতলতম দিন। সকালবেলা কলকাতা সহ সারা দক্ষিণবঙ্গের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হতে থাকে। আর আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, বিগত কয়েক দিন থেকে বাংলায় বেশ শীত পড়েছে। দিনভর কনকনে উত্তুরে হাওয়ার কারণে রোদের তাপ গায়ে লাগছে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, এখনই বঙ্গের তাপমাত্রা কমছে না। আরো কয়েক দিন তাপামাত্রার নিম্নাঙ্কের দিকেই থাকবে।
কলকাতা সহ বর্ধমান, বাঁকুড়া,পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে শীতের কোপে জবুথবু মানুষ। তাই ভোরবেলা থেকেই মানুষকে রাস্তার ধারে বসে আগুন পোহাতে দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিঙের তাপমাত্রা ৪ ডিগ্রী এবং কালিম্পঙের তাপমাত্রা ৭ ডিগ্রীতে নেমেছে।