ব্যুরো নিউজঃ তুরস্কঃ এখনো অবধি ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ধ্বংসস্তুপ ছড়িয়ে রয়েছে। মৃতদেহের উদ্ধার চলছে। কিন্তু এরমধ্যে আবার তুরস্ক ভূমিকম্পে কেঁপে উঠেছে।
সূত্রের খবর অনুযায়ী, আজ বিকেলবেলা দক্ষিণ তুরস্কের এসিলওয়ার্টে ৫.৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এই ভূকম্পনের জেরে একাধিক ঘর-বাড়ি ভেঙে পড়তে শুরু করে। ফলে ওই এলাকায় আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এদিন ভূকম্পনের কেন্দ্রস্থল মালতয়া প্রদেশের ইয়েসিল্টার শহর ছিল। নতুন করে এই ভূকম্পনকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।