অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অবশেষে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের অবসান ঘটবে। আর সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে পারে।
এছাড়া জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অন্তত তিন ডিগ্রী থেকে চার ডিগ্রী কমবে। কিন্তু ৫ ই মে অবধি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। তবে শনিবার থেকে নদীয়া, হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণায় তাপপ্রবাহ হবে না।
Sponsored Ads
Display Your Ads Here
উত্তরবঙ্গে অবশ্য শনিবার থেকেই ঝড়-বৃষ্টি হওয়ার কথা। বুধবার পর্যন্ত কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যদিও মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উল্লেখ্য যে, বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প প্রবেশ করেছে বলেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরী হয়েছে। আগামী সপ্তাহে সমুদ্রে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ৬ ই মে ও ৭ ই মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here