নিউজ ডেস্কঃ কেরলঃ কেরলের কোঝিকোড়ে প্রায় ৩০ মিনিট থেকে অ্যাম্বুলেন্সে রোগী আটকে থাকায় হাসপাতালের সামনে গাড়ির ভেতর বিনা চিকিৎসায় ওই রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম কোয়ামন। বয়স ৬৬ বছর।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, রাস্তা দিয়ে হাঁটার সময় একটি বাইক কোয়ামনকে ধাক্কা মারতেই তাকে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে পৌঁছে গেলেও অ্যাম্বুলেন্সের দরজা খুলতে না পারায় প্রায় ৩০ মিনিট পর অ্যাম্বুলেন্সের ভিতরেই যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যান।
পরে অ্যাম্বুলেন্সটির জানলার কাচ ভেঙে জানলা দিয়ে আটকে থাকা দরজা খুলতেই দেখা যায় ততক্ষণে কোয়ামন মারা গিয়েছেন। কিন্তু যদি আর কিছু ক্ষণ আগে দরজা খোলা গেলে হয়তো প্রাণে বেঁচে যেতে পারতেন।
পুলিশ এই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। পুলিশ জানিয়েছে, “এই অ্যাম্বুলেন্সের সমস্যা সংক্রান্ত কোনো খবর আগে জানানো হয়নি। হাসপাতাল থেকেও যোগাযোগ করা হয়নি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।”