অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধের জেরে অবরোধকারীদের সাথে বচসায় জড়ালেন পথচারীরা। ফলে পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন।
আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, নাগরিক সমাজ ও রূপান্তরকামীদের মিছিল বেরিয়েছিল। সন্ধ্যাবেলা ওই তিনটি মিছিলই যাদবপুর থানার মোড়ে এসে পৌঁছায়। এরপর সেখানে বিক্ষোভকারীদের অনেকেই রাস্তায় বসে পড়েন। দীর্ঘক্ষণ পথ আটকে বিক্ষোভ চলায় ঢাকুরিয়া অবধি যানজট তৈরী হয়। এর জেরে নিত্যযাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন।
এমনকি অবরোধকারীরা অ্যাম্বুলেন্সের মতো ছাড়তেও রাজি হননি। এরপরেই পথচারীরা বিক্ষোভকারীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন। তবে পুলিশের হস্তক্ষেপে অবরুদ্ধ হয়ে থাকা রাস্তার কিছু অংশ খোলা হয়। ঢাকুরিয়ার দিক থেকে যাদবপুরের দিকে যাওয়া গাড়িগুলিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়া ইএম বাইপাস থেকে প্রিন্স আনওয়ার শাহ রোডের দিকে যাওয়া গাড়িগুলিকেও একে একে ছাড়া হয়।