নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ ট্রেন বাতিলের খবর জানতে পেরেই আজ যাত্রীরা শালিমার স্টেশনে অবরোধ শুরু করেন। আর অবরোধ তুলতে এসে রেলের আধিকারিকেরা জানান, “ভুল করে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছিল। আসলে ট্রেনটি দেরীতে ছাড়বে।”
জানা যায়, এদিন যাত্রীরা শালিমার স্টেশনে এসে শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে জানতে পারা মাত্রই বিক্ষোভে ফেটে পড়েন। রেললাইনের উপর জমায়েতও হন। আবার অনেকের কথায়, “যদি ট্রেন বাতিল করাই হয়ে থাকে তবে আজ কাউন্টার থেকে ওই ট্রেনের টিকিট দেওয়া হলো কিভাবে? এমনকি তৎকাল টিকিটও দেওয়া হয়েছে।” এদিকে, আরপিএফের আধিকারিকেরা যাত্রীদের বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন।
এরপর দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) ওমপ্রকাশ চরণ এই প্রসঙ্গে বলেন, “ট্রেনটির সময় বদলানো হয়েছে। কিন্তু ট্রেন বাতিলের ঘোষণা কিভাবে হয়েছে, তা দেখা হচ্ছে।” পাশাপাশি রেলের তরফে যাত্রীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধও করা হয়। তারপর রেলের তরফে আশ্বাস পেয়ে যাত্রীরা লাইন থেকে সরে যান। যদিও শালিমার স্টেশন থেকে লোকাল ট্রেন পরিষেবা নেই। ফলে যাত্রীদের এই বিক্ষোভে দৈনন্দিন ট্রেন চলাচলে তেমন কোনো প্রভাব পড়েনি।