অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ বিজেপির বিরুদ্ধে চা বাগান উপড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের তরফে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের চোপড়া থানার মের্ধাবস্তি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগ, সোমবার রাতে বিজেপির দুষ্কৃতীরা চা বাগানের প্রায় পাঁচশো চা গাছ উপড়ে ফেলে নষ্ট করে দেয়। চা বাগানের মালিক তথা স্থানীয় তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ গোফুর জানিয়েছেন, “সংশ্লিষ্ট বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে গিয়েছেন”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=_N0eooOfjl0
মহম্মদ গোফুরের অভিযোগ, “ঘটনাটি বিজেপি প্রার্থী শাহীন আক্তারের নেতৃত্বেই হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস করেন। বেশ কয়েকদিন ধরে শাহীন আক্তারকে বিজেপির তরফ থেকে চুপ করে থাকতে বলার পাশাপাশি একাধিক হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এরপরেই এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে তিনি চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=Tymj84LZTkc
যদিও চোপড়া বিধানসভার বিজেপি প্রার্থী শাহিন আক্তার বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বরং তাদের দলের সদস্যদের হাজার হাজার নার্সারি গাছ উপড়ে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে এবং তিনি এই ঘটনায় অভিযুক্ত। সম্প্রতি বিজেপি কর্মীদের উপর হামলা ও হুমকি দেওয়ার ঘটনায় মহম্মদ গোফুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল”।
Sponsored Ads
Display Your Ads Here“এছাড়া কিছুদিন আগে মহম্মদ গোফুরের শাসানি মূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে বিজেপির এজেন্টদের বুথে বসলে ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে হুঁশিয়ারি দেন। সেই বিষয়েও থানায় অভিযোগ দায়ের করা হয়। আর এখন সেই মামলাকে হালকা করার জন্য তিনি নিজেই তার গাছ উপড়ে এই ঘটনা ঘটিয়েছেন এবং বিজেপির বিরুদ্ধে দোষারোপ করছেন। বিজেপির কোনো নেতাকর্মী এই ধরনের ঘটনা ঘটাতে পারেন না বলে দাবী শাহীন আক্তারের”।