মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের হাসনাবাদের ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়মপুর হাইস্কুলে নিম্নমানের মিড-ডে মিল দেওয়ার অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা।
অভিভাবকদের সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে স্কুলগুলিতে মিড-ডে মিলের বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষদের বাড়তি টাকায় উন্নতমানের মিড-ডে মিল দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বেশ কিছু দিন থেকে এই বিদ্যালয়ে পড়ুয়াদের ঠিক মতো মিড-ডে মিলের খাবার দেওয়া হচ্ছে না।
Sponsored Ads
Display Your Ads Here
পড়ুয়ারা জানিয়েছে, ‘‘খাবারে তেল কম থাকে, ডিম-আনাজ ঠিকমতো মেলে না। আর মরসুমি ফলও দেওয়া হয় না।’’ এছাড়া প্রধান শিক্ষককে বলা হলে তিনি গুরুত্ব দেন না। এমনকি বিদ্যালয়ের উন্নয়ন খাতের অর্থ নয়ছয় করারও অভিযোগ ওঠে। তাই এদিন অভিভাবকেরা বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধান শিক্ষকের বদলিরও দাবীও তোলেন।
Sponsored Ads
Display Your Ads Here
অতঃপর প্রায় ঘন্টাখানেক পরে এই বিক্ষোভ তুলে নেওয়া হয়। এই ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ ঘোষ অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘ভিত্তিহীন অভিযোগ। মিড-ডে মিলের নিয়ম মেনেই পড়ুয়াদের খাবার দেওয়া হয়।’’ এদিকে ব্লক প্রশাসনের এক জন আধিকারিক এই প্রসঙ্গে বলেন, ‘‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here