নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকালহাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে ক্লাসে দশম শ্রেণীর এক ছাত্রকে শাস্তি দেওয়ায় শিক্ষকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠলো ছাত্রের পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে তীব্র অশান্তি সৃষ্টি হয়।
জানা গেছে, এক ছাত্র ইংরেজী ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে গোলমাল করে। এরপর শাস্তি হিসাবে ইংরেজী শিক্ষক তাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন কিন্তু ছাত্রটি ক্লাসের বাইরে যেতে অস্বীকার করলে শিক্ষক কান ধরে ওঠবোস করতে বলেন। আর একটি চড় মারেন। তবে টিফিনের সময়ে ওই ছাত্রের আত্মীয় সহ চার জন স্থানীয় বাসিন্দা বিদ্যালয় এসে শিক্ষকদের টিচার্সরুমে চড়াও হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর ইংরেজীর শিক্ষক সহ ওখানে থাকা অন্যান্য শিক্ষকদের কিল, ঘুসি ও চড় মারতে থাকেন। এতে বেশ কয়েক জন শিক্ষক আহত হয়েছেন। গোটা ঘটনাটাই টিচার্স রুমে লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়। এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকেরা শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় জড়িত ওই ছাত্রের মামা এবং তার বন্ধুকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেন। আজ অভিযুক্তদের উলুবেড়িয়া আদালতে তোলা হবে। এদিকে শিক্ষকদের মারধর করার খবর প্রকাশ্যে আসতেই প্রাক্তন ছাত্র ও অভিভাবকেরা এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানান।
Sponsored Ads
Display Your Ads Here