নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ দীর্ঘদিন থেকে এলাকা জলমগ্ন থাকার প্রতিবাদে এলাকাবাসীরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন। হাওড়ার ডোমজুড়ের শলপ দু’নম্বর পঞ্চায়েত অফিসে। ফলে পঞ্চায়েত অফিসে পাঁচ থেকে ছয় জন পঞ্চায়েতের কর্মী আটকে পড়ে।
স্থানীয় সূত্রে অভিযোগ ওঠে, দীর্ঘদিন ধরেই ডোমজুড়ের শলপ দু’নম্বর পঞ্চায়েতের অধীনে মোল্লাপাড়া, লস্করপাড়া, পঞ্চাননতলা সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে আছে। নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার ফলে রাস্তায় ও বাড়িতে নোংরা জল দাঁড়িয়ে আছে। নর্দমাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ফলে এই সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার জেরে যাতায়াতে সমস্যার পাশাপাশি নানা ধরনের রোগও দেখা যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই সমস্যার কথা পঞ্চায়েত প্রধানকে জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর ফলে এলাকার প্রায় ছয় হাজারের বেশী মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। এরই প্রতিবাদে এলাকার বাসিন্দারা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেয়। আর পঞ্চায়েত অফিসের ভেতরে থাকা কর্মীরা আটকে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে তালা লাগানোর খবর পেয়েও প্রধান বা উপপ্রধান পঞ্চায়েত অফিসেই আসেননি। ডোমজুড় থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে।
Sponsored Ads
Display Your Ads Here