নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আগামী বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিজুড়ে দলবদলের পর্ব অব্যাহত। তবে হুগলির ডানকুনিতে দিলীপ ঘোষের সভায় ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার কৃষ্ণেন্দু মিত্র তাঁর ৫০০ জন অনুগামীদের নিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিতে এসেও অসম্মানিত হয়ে ফিরে গেলেন। পরে চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকারের ফোন পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়লেন তিনি।
কৃষ্ণেন্দু মিত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই অন্য দলে যোগ দিতে গিয়েছিলেন। আর এই কথাই তিনি তাঁর ডানকুনিবাসীকে জানাতে চান। আর তিনি তাদের এই কথা জানাতে না পারলে আগামী দিনে তাঁকে মানুষ স্বার্থপর ও টাকার জন্য অন্য দলে চলে গিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে তোপ আনবেন। কিন্তু এই সভায় তাঁকে সেই কথা বলারও সুযোগ দেওয়া হয়নি। তাই নিজের আত্মসম্মান রক্ষার্থে তিনি দলে যোগ না দিয়ে ফিরে যান। আর ঘোষণা করেন তিনি রাজনীতির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন।
এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূলের অনেক নেতাই দলত্যাগ করেছেন। তবে গতকালের এই ঘটনা ঘাসফুল শিবিরকে কিছুটা হলেও স্বস্তি প্রদান করেছে।