রায়া দাসঃ কলকাতাঃ এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিএলওদের জন্য আবারও নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। এবার কমিশনের নির্দেশ অনুযায়ী এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে ভোটারদের বাড়িতে গিয়ে অ্যাপের মাধ্যমে ছবি তুলতে হবে। তথ্য যাচাই প্রক্রিয়ায় ভুল হলে বিএলওদের শাস্তির মধ্যে পড়তে হবে। নকল বা ভুয়ো ভোটার ঠেকাতে এবার নির্বাচন কমিশন AI সফটওয়্যার ব্যবহার করছে।

অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে, এনুমারেশন ফর্মে ভোটাররা যে ছবি দিচ্ছেন, তাতে মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। সেই অভিযোগের ভিত্তিতে আবার বিএলওদের কাছে হোয়াটসঅ্যাপে নতুন নির্দেশিকা দেওয়া হউ। এবার নির্বাচন কমিশন ভোটারদের ফটো স্ক্যান করার জন্য অ্যাপের সাহায্য নিচ্ছে। এতে কেউ আদৌ ভুয়ো ছবি ব্যবহার করছে কি না সেটা দেখা যাবে। আগামী ৯ ই ডিসেম্বরের পর কমিশন এই টেকনলোজি ব্যবহার করবে।

বিএলওদের একাংশের অভিযোগ, “প্রায় প্রতিদিনই কমিশনের তরফ থেকে নতুন নতুন নির্দেশিকা আসছে। তাতে আরো অনেক বেশী কাজের চাপ পড়ছে। যখন তারা প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন, তখন তাদের এই ধরণের কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। শুধু ফর্ম তোলা ও জমা দেওয়ার ক্ষেত্রে কি কি নিয়মে মেনে চলতে হবে, সেটা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন ফর্ম ডিজিটাইজেশনের দায়িত্বও দেওয়া হয়েছে। এক্ষেত্রে এক একটা ফর্মের পিছনেই অনেক সময় চলে যাচ্ছে। এত স্বল্প সময়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।” আর এই বিষয় নিয়ে বিএলওদের একাধিক জায়গায় বিক্ষোভের ছবিও ধরা পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









