ব্যুরো নিউজঃ নিউইয়র্কঃ ১৮৫৭ সালে উত্তর ক্যারোলিনার উপকূলে একটি জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে ডুবে থাকা ট্রাঙ্কের ভিতর বিশ্বের সবথেকে পুরোনো জিনসে্র সন্ধান পাওয়া গেল। পুরনো ওই জিনসে্র পাঁচটি বোতাম রয়েছে। এই জিনস্ নিলামে ওঠানোর পর প্রায় ১ কোটি টাকায় বিক্রি হয়।
কয়েক জন বিশেষজ্ঞদের মতে, এই জিনস্ জাহাজের কোনো শ্রমিকের। সাদা এই জিনস্ আমেরিকার বিখ্যাত ব্যবসায়ী লেভি স্ট্রস তৈরী করেছিলেন। লেভি স্ট্রস বিশ্বের প্রাচীনতম ও সবচেয়ে সুপরিচিত জিন্স নির্মাতা ছিলেন। তবে অনেকের মতে এই জিনস্ লেভি স্ট্রসের তৈরী করা জিনস্ থেকেও পুরনো। কারণ ১৮৭৩ সালে তিনি প্রথম জিনস্ তৈরী করেন।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিহাসবিদ ট্রেসি পানেক জানান, ‘‘এই জিনস্ স্ট্রসের তৈরী নয় এবং আমি বিশ্বাস করি না যে এটি কোনো খনি শ্রমিকের প্যান্ট।’’ এই জিনস্ কার তৈরী করা তা নিয়ে বিতর্ক থাকলেও ১৮৫৭ সালের ১২ ই সেপ্টেম্বরের আগে যে এই জিনস্ তৈরী করা হয়েছিল তা নিয়ে সকলেই নিশ্চিত। কারণ ওই দিনেই ওই জাহাজটি ডুবে গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here