নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ সকালে এক বৃদ্ধাকে আচমকা কোলাঘাট সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। এরপরই ওই বৃদ্ধা নিজেই ‘বাঁচাও বাঁচাও’ চিত্কার করতে শুরু করেন। সেই সময় নদীর পাড়ে বসে থাকা মাঝিরা ওই বৃদ্ধার আর্তনাদ শুনে দ্রুত উদ্ধার করার কাজ শুরু করেন। নদীতে নৌকা না থাকায় দ্রুত নৌকা জলে নামিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানিয়েছেন, “তারা ওই বৃদ্ধার কাছে পৌঁছানোর আগেই ওই বৃদ্ধা ভেসে ভেসে প্রায় এক কিলোমিটার দূরে চলে গিয়েছিলেন। কিন্তু শেষ অবধি জীবিত অবস্থাতেই উদ্ধার করা গেছে”। জানা গিয়েছে, ওই বৃদ্ধার ৮ টি মেয়ে ও ১ টি ছেলে আছে। ওই বৃদ্ধার ছেলের কাছেই থাকতেন। তবে পরিবারে অশান্তি লেগেই ছিল। এই পারিবারিক অশান্তির কারণেই ওই বৃদ্ধা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন”।
অবশ্য জলে পড়ে যাওয়ার পরই সম্ভবত ভয় পেয়ে বাঁচানোর জন্য চিত্কার করতে থাকেন। যদিও উদ্ধারকারীরা ওই বৃদ্ধার কাছে পৌঁছানো মাত্রই ওই বৃদ্ধা বলেন, “আমাকে তোমরা ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না”। এছাড়া ওই বৃদ্ধাকে নাম-ঠিকানা জিজ্ঞেস করা হলেও কিছুই বলতে চাননি। শুধু বলেন মেদিনীপুরে থাকেন।
অবশেষে ওই বৃদ্ধাকে কোলাঘাট বিট হাউস থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ওই বৃদ্ধার বাড়ির ঠিকানা জানার জন্য তদন্ত শুরু করার পাশাপাশি বাড়ি না ফেরার কারণও খতিয়ে দেখছে।