দিন কয়েক ধরে ছেলের শবদেহ আগলে বসে আছে বৃদ্ধা মা
নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ তিন-চার দিন থেকেই কোনো রকম সাড়া পাওয়া যাচ্ছিল না বা দেখা যাচ্ছিল না কোচবিহারের ম্যাগাজিন রোড সংলগ্ন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ আচার্জীর। বয়স পঞ্চাশের ঊর্ধ্বে। বাড়িতে শুধু ৯০ বছর বয়সী বৃদ্ধা মা ছায়ারানী আচার্জী থাকতেন।
আজ সকালে পাড়া-প্রতিবেশীরা বিশ্বজিৎবাবুর ঘর থেকে পচা দুর্গন্ধ পান। দুর্গন্ধ পাওয়ামাত্র কোচবিহার কোতোয়ালি থানায় খবর দেওয়ার সাথে সাথেই কোতোয়ালি থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা ম্যাগাজিন রোড সংলগ্ন এলাকায় এসে উপস্থিত হয়।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগেই বিশ্বজিৎবাবুর মৃত্যু হয়েছে। আর মা অশীতিপর বৃদ্ধ ছায়ারানীদেবী পাশেই পড়েছিলেন। এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই পাড়া-প্রতিবেশীরা হতবাক হয়ে যান। তার মৃত্যু হয়েছে কবে সেই বিষয় নিয়ে কেউ কিছু বলতে পারছেন না। ছেলের মৃতদেহ আগলে বসে থাকা বৃদ্ধা কোনরকম বুঝতেই পারেনি।
অবশেষে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে থেকে ছায়ারানীদেবীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। কয়েকদিন ধরে যে ছায়ারানীদেবী না খেয়ে মৃত ছেলের পাশে পড়েছিলেন সেই বিষয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, অস্থায়ী পাম্প কর্মী বিশ্বজিৎবাবু ব্যক্তি বিবাহিত ছিলেন। এছাড়া মানসিক অবসাদে ভুগছিলেন। তবে এই মৃত্যু কি কারণে কিভাবে হলো বা ক’দিন আগে মারা গিয়েছেন এই বিষয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।