নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ এবার ৮০ বছরের এক বৃদ্ধা নবি মুম্বইয়ের এক যুবককে স্ত্রীর সাথে সঙ্গম করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু স্ত্রীকে নিয়ে কুপ্রস্তাব দেওয়ায় ৩৫ বছর বয়সী ওই যুবক ওই বৃদ্ধকে খুন করে ফেললো।
সূত্রের ভিত্তিতে জানা যায়, মৃতের নাম শামাকান্ত তুকারাম নায়েক। বৃদ্ধ শামাকান্ত টুকারাম নায়েকের নবি মুম্বইয়ের উলয়েতে একাধিক জমি, বাড়ি ও দোকান রয়েছে। প্রায় কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। অভিযুক্ত মোহন চৌধুরীর একটি দোকান ছিল। শামাকান্ত তুকারাম প্রায়ই সেখানে যেতেন।
মোহনের স্ত্রীর সাথে যৌন সঙ্গম করতে চেয়ে ৫ হাজার টাকাও দিতে চান। আবার ২৯ শে আগস্ট দোকানে গিয়ে ১০ হাজার টাকা দিতে চাইলে সে রাগে বৃদ্ধকে ধাক্কা দিলে পড়ে গিয়ে টেবিলের কোণায় লেগে মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। এরপর দোকানের শাটার টেনে নামিয়ে গলা টিপে খুন করে ৩১ শে আগস্ট অবধি দেহ শৌচালয়ে লুকিয়ে রাখেন।
শামাকান্ত তুকারামের সন্ধান না পেয়ে তার ছেলে ও মোহন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলে একটি সিসিটিভি ফুটেজ থেকে সমস্ত ঘটনা বিশদে জানা গিয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, রাতেরবেলা মোহন শামাকান্ত তুকারামের দেহ চাদরে মুড়ে বাইকে চাপিয়ে পুকুরে ফেলে দিয়ে আসেন। এছাড়া বৃদ্ধের মোবাইল সহ জামা-কাপড় আবর্জনার পাত্রে ফেলে দেন। এভাবেই সমগ্র বিষয়টি প্রকাশ্যে আসে।