Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা ১ হাজার ৫৬৯ জন। যা গতকালের তুলনায় ৬৩৩ জন কম। গোটা দেশে এখনো অবধি মোট করোনা সংক্রমণের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ২৫ হাজার ৩৭০ জন।

গতকাল করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। আর গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। সুতরাং করোনা সংক্রমিত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লক্ষ ২৪ হাজার ২৬০ জন। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ২৬০। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

রাজধানী দিল্লিতেও সংক্রমণের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা সংক্রমিতের সংখ্যা ৩৭৭ জন। গতকাল এই সংখ্যা ছিল ৬১৩ জন। কিন্তু সমগ্র দেশে করোনা সংক্রমণের প্রথম তালিকায় এখনো পর্যন্ত দিল্লি শীর্ষে। আর দ্বিতীয় তালিকায় কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা সংক্রমিতের সংখ্যা ৩১১ জন।