Indian Prime Time
True News only ....

গত ২৪ ঘণ্টায় ফের বৃদ্ধি পেল দৈনিক সংক্রমণ

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল করোনা সংক্রমণ ২ হাজারের নীচে নামলেও গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২ হাজার পেরিয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা ২ হাজার ১২৪ জন। যা গতকালের তুলনায় ৪৪৯ জন বেশী। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ১৭ জন। এর মধ্যে কেরলে ১৩ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ১ জন এবং দিল্লিতে ২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনা সংক্রমিত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৫০৭ জন।   

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া ভারতে দৈনিক সংক্রমণের শীর্ষে কেরল। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের শীর্ষে থাকা কেরলে সংক্রমিত হয়েছেন ৪৬৮ জন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৪১৮ জন, তৃতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ৩৩৮ জন ও চতুর্থ স্থানে থাকা হরিয়ানাতে সংক্রমিত হয়েছেন ২৩০ জন।   

গতকাল সংক্রমণের হার ০.৪১ শতাংশ হলেও গত ২৪ ঘণ্টায় বেড়ে ০.৪৬ শতাংশ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৭৭ জন। এখনো অবধি ৪ কোটি ২৬ লক্ষ ২ হাজার ৭১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। আর বর্তমানে দেশ জুড়ে ১৯২ কোটি ৬৭ লক্ষ ৪৪ হাজার ৭৬৯ জনের ভ্যাক্সিনেশন হয়েছে। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored